শিরোনাম
সিলেট ২ আসন/বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10445

entertainment

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৫ ২০:২৩

বিনোদন

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ২০:২৩

ছবি: কুমার শানু

বলিউডের কিংবদন্তি গায়ক কুমার শানু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কণ্ঠস্বর নকলের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর, গায়কী ও গায়নশৈলীর অবৈধ ব্যবহার রুখতে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি মনপ্রীত প্রীতম সিংয়ের এজলাসে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রায় চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। তার কণ্ঠস্বরের বিশেষত্ব এমন যে, শ্রোতারা চোখ বন্ধ করেও তা সহজেই চিনতে পারেন।

কুমার শানু আদালতে বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর বা গায়নশৈলী বিকৃত করা এবং রিলস বা ভিডিওতে তার গান যথেচ্ছভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা গুরুতর অপরাধ। এ কারণে তিনি তার সৃজনশীলতা রক্ষার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন।’

গায়কের পক্ষে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান।

এর আগে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেতা নাগার্জুন আক্কিনেনি এবং পরিচালক-প্রযোজক করন জোহরও একই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুমার শানু।

প্রসঙ্গত, এর আগেও গায়ক তার নামে মিথ্যা অপবাদ এবং পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠিয়েছেন।