ছবি: মাহিয়া মাহি
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী রাকিব সরকার ও তাদের পুত্রের সঙ্গে দুটি ছবি পোস্ট করে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু করেছেন।
মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তবে প্রায় দেড় বছর আগে মাহি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এবং সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।
দীর্ঘদিন পর হঠাৎ মাহি নিজের ফেসবুক পোস্টে স্বামী ও সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন-‘মাশাআল্লাহ’ এবং ভালোবাসার ইমোজি সংযুক্ত করেছেন।
মজার বিষয় হলো, মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগে রাকিব সরকারও একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।
এই সমসময় ছবি পোস্ট করার ঘটনা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে। অনেকেই কৌতূহল প্রকাশ করছেন, নতুন করে কি জোড়া লাগছে এই দম্পতির সংসারে।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘একসঙ্গে দেখে ভালো লাগল।’
নেটিজেনরা মাহি-রাকিবের সম্পর্কের বিষয়ে নতুন করে আশা প্রকাশ করছেন, তবে দম্পতির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
