https://www.emjanews.com/

11160

sports

প্রকাশিত

০৫ নভেম্বর ২০২৫ ২০:৫৩

খেলাধুলা

অনূর্ধ্ব-১৯

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ২০:৫৩

ছবি: সংগৃহিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে সমতায় ফিরেছে। সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকলেও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন টাইগার যুবাদের ব্যাটসম্যানরা প্রত্যাশিত লড়াই দেখাতে পারেনি।

আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি রিফাত বেগ। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ফেরেন। শুরুতেই তিন উইকেট হারিয়ে ৪৫ রানে চাপের মুখে পড়ে বাংলাদেশ।

দলকে কিছুটা এগিয়ে নেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। দুজনের জুটিতে আসে ৯৩ রান। রিজান ৫০ বলে ৫২ রানে আউট হন, যেখানে তিনি ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এরপর শেষ ৩৫ রানে বাংলাদেশ আরও ৭ উইকেট হারায় এবং ১০২ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে আফগানিস্তানও সমস্যায় পড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে ওয়ান ডাউনে নামা ফয়সাল খান ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে শতরান পূর্ণ করেন। আফগান অধিনায়ক মাহবুব খান ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দলের সংগ্রহ ২৭৫ রানে পৌঁছে দেন।

বাংলাদেশের পক্ষে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন। এই হারের ফলে সিরিজে দুদলই সমতায় দাঁড়ায়।