ছবি: সংগৃহিত
আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে বাংলাদেশ দল। ম্যাচের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ২০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৬৬ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ১১৬ রান।
ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ম্যাথু হামফ্রিসের বলে বড় শট খেলতে গিয়ে মিড–অনে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন তিনি।
অধিনায়ক লিটন দাসও ব্যর্থতার ধারাবাহিকতা কাটাতে পারেননি। মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ৩ বল খেলে করেন মাত্র ১ রান।
শূন্য রানে জীবন পেলেও সেটিতে সুবিধা করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ১ রানের বেশি করতে না পারায় ৫ রানেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে।
ইনফর্ম ব্যাটার সাইফ হাসানও দলকে হতাশ করেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হওয়ার আগে ১৩ বলে করেন মাত্র ৬ রান।
প্রথম ৪ ব্যাটার আউট হয়ে গেলেও দলের হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। দুজনই চেষ্টা করছেন শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখানোর।
তবে ম্যাচে ফিরতে হলে মধ্য ও শেষ ভাগে প্রয়োজন বড় পার্টনারশিপ।
