https://www.emjanews.com/

11950

sylhet

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

সিলেট

সিলেটে বিপুল পরিমান মাদক সহ ৬ জন আটক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

ছবি: এস এম পি প্রেবিত।

সিলেটে টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও বিভিন্ন মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বীর, র‌্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি নতুন-পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণ লাল (২২) এবং শান্তি লাল (৪০)। প্রথম পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক শান্তি লালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও আরও চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।