শিরোনাম
এ বছরে এখন পর্যন্ত ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে বিপুল পরিমান মাদক সহ ৬ জন আটক জুবাইদা রহমান ঢাকা পৌঁছে সরাসরি এভারকেয়ারে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে ১০০ আসনে ছাড় দিচ্ছে জামায়াত বিএনপি চেয়ারপার্সন আজ লন্ডন যাচ্ছেন না যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি-পাকিস্তানি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ সুনামগঞ্জে চেলা নদীর পাড় কেটে চলছে বালু উত্তোলনের মহোৎসব কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

https://www.emjanews.com/

11953

sylhet

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০

সিলেট

সিলেটে চোর সন্দেহে দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নি র্যা ত ন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০

ছবি: সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে চোর সন্দেহে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আরফান মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই তরুণের নাম জালাল মিয়া (২৭)। তাঁর একটি চোখে দৃষ্টি নেই। তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

গ্রেপ্তার আরফানও একই এলাকার বাসিন্দা।

ঘটনার পর জালালের মা শিরিয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০–৬০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চুরির অপবাদ দিয়ে কয়েকজন জালালকে ঘর থেকে ধরে নিয়ে যায়। প্রথমে তাকে দক্ষিণ বুড়দেও গ্রামের নদীর পাড়ে একটি নৌকায় হাত পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়। পরে ইউনুছ আলীর বাড়ির সামনে একটি গাছে হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে শিরিয়া বেগম এসে ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জালালের দুই হাত রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি চিৎকার করে পা দিয়ে মাটি ছোঁয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকজন লাঠি হাতে মারতে উদ্যত হন, যদিও আশপাশের কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘চুরির অভিযোগে একজনকে গাছে ঝুলিয়ে নির্যাতনের মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।’