https://www.emjanews.com/

12824

sports

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ২০:১৪

খেলাধুলা

টি-টোয়েন্টি

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরানোর প্রক্রিয়া শুরু

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ২০:১৪

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সূচি পরিবর্তনের কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে।

আগের সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার কথা ছিল টাইগারদের। এছাড়া ১৬ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।

তবে বাংলাদেশের এই চারটি ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়া হলে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। আয়োজক দেশ হওয়ায় শ্রীলংকা গ্রুপপর্বের চারটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে। বাকি চার দলের ম্যাচের কিছু অংশ ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার বাংলাদেশের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা নতুন করে জোরালো হয়। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারার ঘটনায় পুরো দলকে নিরাপত্তা দেওয়া সম্ভব কি না- এ নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।

নিরাপত্তাজনিত কারণে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের যে আবেদন জানিয়েছে, সেটিকে যৌক্তিক বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

তিনি বলেন, ‘ভারতের মতো বড় দেশে যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে বিশ্বকাপে ৩০ সদস্যের বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে- তা বড় প্রশ্ন। সেখানে খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক ও বিপুলসংখ্যক বাংলাদেশি সমর্থক উপস্থিত থাকবেন, বিশেষ করে কলকাতার ম্যাচগুলোতে। এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ‘