https://www.emjanews.com/

12840

sports

প্রকাশিত

০৬ জানুয়ারী ২০২৬ ১৮:২৪

খেলাধুলা

বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের আর্থিক ক্ষতির শঙ্কা

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ১৮:২৪

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ কারণে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি যদি বিসিবির আবেদনে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তন করে, সে ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণে কোনো সমস্যা থাকবে না বলে জানা গেছে। তবে আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি না হলে এবং বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের যে কোটি কোটি টাকা আয়ের কথা ছিল, সে সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলমান এই বিতর্কের মধ্যেই বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘যদি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে বোর্ড বিশ্বকাপের রাজস্ব বণ্টনের নিজস্ব অংশ পাবে না।’ বিষয়টি বাংলাদেশের ক্রিকেট অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব, পাশাপাশি বাংলাদেশের পরবর্তী অবস্থান কী হবে- তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা।