শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

12937

sylhet

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ১৮:৫৯

সিলেট

ছাতক

সুনামগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রে ফ তা র

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৮:৫৯

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা ও রাজনৈতিক সহিংসতাসহ একাধিক মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২’ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় জন নেতা-সমর্থককে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

শুক্রবার গভীর রাত (১০ জানুয়ারি) থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, গ্রেফতার ছয় জনের মধ্যে দুজন নাশকতা মামলার আসামি, বাকী চারজন বিভিন্ন মামলার পলাতক ছিলেন। অভিযান চলমান আছে, অপরাধীদের কেউই ছাড় পাবে না।'

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের বাসিন্দা জুমেন আহমদ ওরফে জুমেন মামুন (৩৪)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। একই ইউনিয়নের একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম (৫২), নোয়ারাই ইউনিয়নের চড়ভাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে লাহিন (২৫), জুড়াপানি গ্রামের মৃত আজমান আলীর ছেলে কয়েছ মিয়া, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামের সুন্দর আলীর ছেলে লায়েক আহমদ (২৪) এবং সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে হিমাংশু।

পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টানা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এ গ্রেফতার অভিযান। পুলিশ বলছে, এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূর্বের সহিংসতার ঘটনার বিচার কার্যক্রম এগিয়ে নিতে অভিযান অব্যাহত থাকবে।

পরে গত শনিবার দুপুরে থানা থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে সকলকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।