শিরোনাম
পৌষসংক্রান্তিতে শেরপুরে শতবর্ষী মাছের মেলা তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ফের বাড়তে পারে শীত, ১০ জেলায় তাপমাত্রা নামার আশঙ্কা জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্বোধন সিলেটে দোকানে গ্যাস নেই, বাড়িতে বিশাল মজুত : জ রি মা না সিলেটে পৃথক অভিযানে আ-ট-ক তিন : ৬ লাখ টাকা, চো-রা-ই মোটরসাইকেল উ-দ্ধা-র সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে : হয়নি ক্লাস-পরীক্ষা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজের ভূখণ্ড দাবি করল চীন

https://www.emjanews.com/

13017

sylhet

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ১৪:৩৩

সিলেট

দোয়ারাবাজারে ইরা-হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ১৪:৩৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং কিশোরীদের সহায়তায় বাস্তবায়িত কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)। মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার-২.০ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। এতে সভাপতিত্ব করেন ইরার টুগেদার–২.০ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসূন রায়।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার অদিতি বিশ্বাস মৌ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পুলক রিবেরিও, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যম কর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল টুগেদার–২.০ প্রকল্পের আওতায় পূর্বে বাস্তবায়িত ডিগনিটি কিট ও মাল্টিপারপাস ক্যাশ সহায়তা কার্যক্রমের পরবর্তী অভিজ্ঞতা, শেখার বিষয়সমূহ এবং উপকারভোগীদের সন্তুষ্টি মূল্যায়ন ও শেয়ার করা।

আলোচনায় জানানো হয়, প্রকল্পের আওতায় দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ৬০০ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৪৯৫ জন উপকারভোগীকে মাথাপিছু ১০ হাজার টাকা করে মাল্টিপারপাস ক্যাশ সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় উপকারভোগীরা এই সহায়তার ইতিবাচক প্রভাব, জীবনমানের উন্নয়ন এবং প্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়তার অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, এ ধরনের লার্নিং ও শেয়ারিং কর্মশালা ভবিষ্যৎ কর্মসূচিকে আরও কার্যকর ও উপযোগী করতে সহায়ক হবে। একই সঙ্গে উপকারভোগীদের মতামত ও সন্তুষ্টি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।