শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

13111

sports

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪৮

খেলাধুলা

আইসিসি অ-১৯

ভারতের বিরুদ্ধে লড়াইয়ে শুরুতেই এগিয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪৮

ছবি: সংগৃহীত

আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২৩৮ রানে অলআউট করে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের ঝড়ো বোলিং এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ভারতকে দারুণভাবে চাপে রাখে দলটি। জিততে ভারতের এখন ৪৯ ওভারে ২৩৯ রান তুলতে হবে।

টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই চাপ সৃষ্টি করে। আল ফাহাদ ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির হাতে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন। পরের বলেই তিনি বেদান্ত ত্রিবেদীকেও প্যাভিলিয়নে পাঠান। মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে পড়ে ভারত।

এরপর একমাত্র আক্রমণাত্মক ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন। কিন্তু অধিনায়ক তামিমের সঠিক বোলার বদলের ফলে বৈভব পরের ৩৭ বল খেলেও মাত্র ২২ রান করতে পারেন এবং ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ফিরতে হয়।

মাঝে বিহান মালহোত্রার উইকেটও তুলে নেন তামিম। এরপর হরবংশ পাঙ্গালিয়াকেও ফিরিয়ে দেন ইমন। ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

তবে অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৫৪ রান যোগ করেন। কনিষ্ককে ফেরিয়ে এই জুটি ভাঙেন অধিনায়ক তামিম। এরপর ভারত বড় কোনো জুটি করতে পারেনি, কিন্তু কিছু ছোট ও কার্যকর জুটি খেলেছে।

ইনিংসের ৩৯তম ওভারে আল ফাহাদ চোটের কারণে মাঠ ছাড়েন। ওই ওভারেই রিজান হোসেন একটি ক্যাচও ফেলে দেন। পরে সাদ্দামের মাধ্যমে ওভার শেষ হলেও হঠাৎ বৃষ্টির কারণে খেলা ৬৪ মিনিট বন্ধ থাকে এবং খেলায় ১ ওভার কমানো হয়।

বৃষ্টির পরই বাংলাদেশ সপ্তম উইকেটও পায় এবং ম্যাচে লড়াইয়ের নিয়ন্ত্রণ এখন তাদের হাতেই।