ছবি: সংগৃহীত
শিশু নিবাসগুলোকে সরকারি সম্পদ তৈরির কারখানা হিসেবে উল্লেখ করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, ‘এখান থেকেই একদিন দেশের নেতৃত্ব উঠে আসবে। তাই শিশু নিবাসগুলোর আধুনিকায়ন এবং সুযোগ-সুবিধা আরও বাড়ানো জরুরি।’
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে অনেক শিশু অল্প বয়সেই মা-বাবাকে হারিয়ে শিশু নিবাসে আশ্রয় নেয়। তবে স্বজনহারা হলেও ইতিহাসে বহু মানুষ নানা ক্ষেত্রে সাফল্য ও খ্যাতি অর্জন করেছে। শিশু নিবাসে বসবাসরত ছেলে-মেয়েরাও একদিন অবশ্যই সফল ও প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘শিশু দিবসের কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিশু পরিবারের সদস্যদের সাফল্য প্রমাণ করে, একটু যত্ন ও পরিচর্যা পেলে তারাই ভবিষ্যতে দেশের সুনাগরিক, রাজনীতিবিদ, নেতৃত্বদানকারী কিংবা প্রশাসক হিসেবে গড়ে উঠবে।’
শিশু নিবাসে বসবাসরত শিশুদের নিজের সন্তানের মতো উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, ‘তাদের একা ভাবার কোনো কারণ নেই। সরকার, সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। মানুষ কোথায় জন্মালো বা বড় হলো, সেটি মুখ্য নয়; বরং সে কী হতে পারলো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. মোবাররফ হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়াও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
