শিরোনাম
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় দুই বাংলাদেশি নি হ ত, একজন গুরুতর আ হ ত শিশু নিবাসগুলো সরকারি সম্পদ তৈরির কারখানা: জেলা প্রশাসক জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃ ত্যু ‘এখন সকাল-বিকাল দল থেকে ফোন আসে মন্ত্রীত্ব দিবে, আসনটি ছেড়ে দেবার জন্য’-রুমিন ফারহানা  চলতি মাসেই আংশিক নতুন পে-স্কেল চালুর আভাস চট্টগ্রাম শহরে ৩৩০ ‘দু/ষ্কৃতকারীর’ অবস্থান ও প্রবেশ নি ষি দ্ধ টাঙ্গুয়ার হাওরসহ জলাভূমির প্রকৃতি রক্ষায় নতুন পদক্ষেপ নিল সরকার ইরানের প্রশংসায় ট্রাম্প ফাঁকা ৪৭ আসন নিয়ে জামায়াতের জোটে নয়া আলোচনার সূচনা

https://www.emjanews.com/

13124

sports

প্রকাশিত

১৭ জানুয়ারী ২০২৬ ২১:১৯

খেলাধুলা

সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ২১:১৯

ছবি: সংগৃহীত

আনন্দঘন পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য-সচিব নবীন সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আনন্দ সরকার ও সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ। এসময় ক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রেসক্লাবের সদস্যগণ মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রথম দিনে ক্যারম এককে বিজয়ী হন লিয়াকত শাহ ফরিদী, মঈন উদ্দিন, এস এম রফিকুল ইসলাম সুজন, এমআর টুনু তালুকদার ও রাজিব রাসেল।

ছক্কালুডু ইভেন্টে বিজয়ী হন আল আজাদ, শাহ দিদার আলম নবেল, নেহার রঞ্জন পুরকায়স্থ, এসএম রফিকুল ইসলাম সুজন, মোস্তাফিজ রোমান, এমআর টুনু তালুকদার, রাজিব রাসেল, আতিকুর রহমান নগরী, আলী আকবর চৌধুরী কোহিনুর, মোহাজিরুল ইসলাম রাহাত, একরাম হোসেন, এসএম মিজানুর রহমান, আশরাফ আহমদ ও মো. মোশাহিদ আলী।

গাফলা-তে বিজয়ী হন মঈন উদ্দিন, আনন্দ সরকার, মৃণাল কান্তি দাস, রাজিব রাসেল, মামুন হোসেন, তুহিন আহমদ, নবীন সোহেল, একরাম হোসেন, এসএ রায়হান ও আশরাফ আহমদ।

কলব্রিজ খেলায় বিজয়ী হন লিয়াকত শাহ ফরিদী, শাহ দিদার আলম চৌধুরী নবেল, আনন্দ সরকার, নেহার রঞ্জন পুরকায়স্থ, এসএম রফিকুল ইসলাম সুজন, আব্দুল আহাদ, এনামুল কবির ও নবীন সোহেল।

টুয়েন্টি নাইন প্রথম রাউন্ডে বিজয়ী জুটিগুলো হলো- শাহ দিদার আলম নবেল-রবি কিরণ সিংহ, লিয়াকত শাহ ফরিদী-মৃণাল কান্তি দে, আব্দুল আহাদ-শংকর দাস, নেহার রঞ্জন-আনন্দ সরকার এবং সুব্রত দাস-এনামুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য চিত্তবিনোদনের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে এবং কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, প্রেসক্লাবের এই অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আগামী এক সপ্তাহব্যাপী সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।