ছবি: সংগৃহীত
নিরাপত্তাজনিত কারণে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকি এবং আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ না থাকার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আসিফ নজরুল বলেন, ‘ভারতে খেলার নিরাপত্তা ঝুঁকি এখনও রয়েছে। এটি কোনো অনুমান নয়, সত্য ঘটনা ভিত্তিক আশঙ্কা। দেশে একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের চাপের কারণে ভারত থেকে বের করা হয়েছে।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে এই মুহূর্তে ভারত যাওয়া নিরাপদ নয়। আমাদের দল শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত।’
গতকাল আইসিসির সভায় বিসিবিকে ভারতের সঙ্গে খেলায় পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দেওয়া হয়েছিল। তবে আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি চূড়ান্তভাবে জানান, ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া হবে না।
