শিরোনাম
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের

https://www.emjanews.com/

13299

sports

প্রকাশিত

২৪ জানুয়ারী ২০২৬ ২১:১৭

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ২১:১৭

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় আইসিসি। একই সঙ্গে স্কটল্যান্ডকে যুক্ত করে বিশ্বকাপের নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বলেন, `ম্যাচ শ্রীলংকায় সরানোর চেষ্টা অব্যাহত থাকবে। তবে দুদিন পরই আইসিসি বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের চূড়ান্ত ঘোষণা দেয়।'

আইসিসির বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসির নীতিমালা ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ বিষয়ে অভ্যন্তরীণ ও স্বাধীন বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে একাধিকবার নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতেই আইসিসি সিদ্ধান্তে পৌঁছায় যে, বিশ্বকাপের ভেন্যুগুলো নিরাপদ।

বিবৃতিতে আরও বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে আইসিসি তিন সপ্তাহের বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনায় অংশ নেয়। এ সময় ভার্চুয়াল ও সরাসরি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনাও বিসিবিকে জানানো হয়।

আইসিসি জানায়, সব দিক বিবেচনায় নিয়ে প্রকাশিত সূচিতে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো চূড়ান্ত সম্মতি না আসায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এ সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।