শিরোনাম
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক নির্বাচনে মোবাইল ব্যাংকিং সিস্টেমে নজরদারি থাকবে সিলেট-৪: জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক চৌধুরী। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক আ. স. ম মাসুম সিলেট-৩: বিজয়ী হলে তিন উপজেলায় হেলথ সেন্টার, একটি স্টেডিয়াম এবং নারীদের জন্য বিশ্ববিদ্যালয় করা হবে বিএনপি থেকে বহিস্কৃত শেখ সুজাত মিয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সিলেট-১: তারেক রহমান দেশে ফেরার পর সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: মুক্তাদির ধলাই নদীতে অ’বৈধ বালু-পাথর উত্তোলন: ১১০ নৌকা ধ্বং স, ১ জন আ ট ক কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রশাসনের

https://www.emjanews.com/

13271

sylhet

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ২১:০৭

সিলেট

স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে: তারেক রহমান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ২১:০৭

ছবি: সাজু মারছিয়াং

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একই সঙ্গে বহু অঞ্চলকে উন্নয়ন থেকেও বঞ্চিত করা হয়েছে। গত ১৫ বছরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হয়নি। এটি শুধু অবহেলা নয়, বরং মানুষের জীবনের সঙ্গে প্রতারণা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, `গত দেড় দশকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজও না হওয়া এই অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। মানুষের মৌলিক চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজও চিকিৎসাসেবার জন্য মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকেও সরকার এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি।'

তিনি আরও বলেন, `বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে। অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজসহ আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।'

মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম, নাসের রহমান।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং জনসভা সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।