ছবি: সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অপার সম্ভাবনা থাকা সত্বেও সৎ নেতৃত্বের অভাবে দেশ পিছিয়ে রয়েছে। চব্বিশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরও সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ করা যায়নি। এর একটাই কারণ রাষ্ট্র পরিচালনায় সুযোগ্য ও সৎ নেতৃত্বের অভাব। একটি দেশ, জাতি ও সমাজকে পরিবর্তন করতে হলে রাষ্ট্র পরিচালনার সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। জামায়াত এক ঝাঁক সৎ ও আদর্শবান মানুষ তৈরী করেছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে নির্বাচিত করুন আমরা ইনসাফভিত্তিক মানবিক সমাজ উপহার দিবো। একইসাথে সবার জন্য সরকারী খরচে সুনিশ্চিত করা হবে।
তিনি বলেন, সিলেট নগরী ও সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ৬টি কাজ করবো। এগুলো হলো- রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, গ্যাস, বিদ্যুৎ ও নদী ভাঙ্গন এলাকায় ভাঙ্গন রোধ। এছাড়া ঢাকা-সিলেট যোগাযোগের ক্ষেত্রে সড়ক-রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার প্রসারে কার্যকর ভুমিকা পালন করবো। সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে বাস্তবমূখী পদক্ষেপ নিবো। উইমেন্স মেডিকেল হচ্ছে সিলেটে ছাত্রীদের জন্য একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ। জামায়াত সরকার গঠন করলে দেশে শুধু ছাত্রীদের জন্য পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
তিনি সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও সহযোগি অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন ও এমডি অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী প্রমূখ।
ডা: রুহুল আমীনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মতবিনিময় সভায় বক্তব্য দেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী, এনডিএফ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা: গোলাম মওলা, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষকদের মধ্য থেকে ডা: শামসুল হক, ডা: শোয়েব আহমদ, ডা: রিফাত, ডা: রাসেল মিশু, ডা: মুজাহিদ ও ডা: রানা প্রমূখ।
