ছবি: সংগৃহীত
সোমবার (২৬ জানুয়ারী) বিকালে সিলেট দক্ষিণ সুরমা কামাল বাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী গণসংযোগ শেষে আলোচনা সভায় রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা- সব ক্ষেত্রে সিলেট-৩ সংসদীয় আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
তিনি বলেন, গত ১৫ বছরে সিলেটের বিভিন্ন এলাকা বিশেষ করে বালাগঞ্জ অনেক স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখা গেছে। জনগণের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। সারা বাংলাদেশেই আজ ধানের শীষের প্রয়োজন দেখা দিয়েছে। জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায়।
এম এ মালিক আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ- এই তিনটি উপজেলাকে সমন্বয় করে একটি আদর্শ ও উন্নত জনপদ গড়ে তোলা হবে। এলাকায় কোনো ড্রাগ ডিলার, সন্ত্রাস, মাস্তানি, অনিয়ম ও অন্যায়ের স্থান থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।
তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তিনটি উপজেলায় প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম ও হেলথ সেন্টার স্থাপন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ সব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে সমান গুরুত্ব দেওয়া হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুব সমাজের জন্য শিল্প কারখানা ও বিভিন্ন উদ্যোগ গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীদের চাকরির জন্য এলাকা ছেড়ে বিদেশমুখী হতে না হয়। স্থানীয়ভাবেই কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা হবে।
এ সময় তিনি এলাকার মুরুব্বি, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ, এই এলাকা সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
আরও উপস্থিত ছিলেন কামাল বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি গোলজার আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
