
ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জের হাওর পাড়ে চলছে ধান কাটার উৎসব। বৈশাখের রোদে ঝলমল সোনালী ধানের মাঠ এখন মুখরিত কৃষকের কাস্তে ও হাসির শব্দে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ কাটছেন ধান, কেউবা মাড়াই করছেন আর কেউ সংগ্রহ করছেন গোলায় তোলার জন্য।