https://www.emjanews.com/

5080

sylhet

প্রকাশিত

০৩ মে ২০২৫ ২২:৫৩

সিলেট

মাঠজুড়ে সোনালি উৎসব

প্রকাশ: ০৩ মে ২০২৫ ২২:৫৩

ছবি: ইমজা নিউজ

বৈশাখের নরম রোদ গায়ে মেখে যখন হাওরের জলসীমায় বাতাস নেচে ওঠে, তখন মাঠজুড়ে শুরু হয় এক সোনালি উৎসব। দূর থেকে মনে হয়, যেন প্রান্তরজুড়ে সোনা ঝরছে — আর সেই ঝরা সোনার ফসল কুড়িয়ে নিচ্ছে কৃষকেরা তাদের পরিশ্রমে গড়া হাত দিয়ে।