
পাখির ডাকে ভোর জাগে, আর কাস্তের শব্দে ঘুম ভাঙে সোনালি ধানের। কাঁধে কাঁধ মিলিয়ে, কোমরে গামছা বেঁধে মাঠে নামেন পুরুষ, নারী, এমনকি শিশুরাও— সবাই মিলে যেন একটি চিত্রকাব্যের চরিত্র। শুষ্ক হাওরে ধান শুকাতে শুকাতে উড়তে থাকে ধুলোর সাথে ফসলের ঘ্রাণ, আর সেই ঘ্রাণে ভরে ওঠে আকাশ-বাতাস, নদী-নালা।