https://www.emjanews.com/

8139

law-justice

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৫ ২৩:১৪

আইন আদালত

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ ২৩:১৪

ছবি: সংগৃহিত।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন- এমন আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে সাবেক মেয়রের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

এ বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।