
ছবি: সংগৃহিত।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তবে কমিটির আহ্বায়ক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কমিটি হলেও ক্যাম্পাসে তিনি কোনো কার্যক্রম চালাবেন না। প্রক্টর বিষয়টি প্রশাসনের মিটিংয়ে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটি অনুমোদন দিয়েছেন। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
নতুন কমিটিতে ভেটেরিনারি অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সানাউল হোসেন সনি আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায়িক শিক্ষা অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সোহান তালুকদার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একটি অফিস আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আদেশে বলা হয়েছে ‘গত ১৪ আগস্ট অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ। কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই কমিটি ঘোষণার পর ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. ইমাম হোসেন বলেন, 'বিগত বছরগুলোতে আমরা ছাত্র রাজনীতির কুফল দেখেছি। ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এটি বাতিল করা উচিত। প্রশাসন যেন এ বিষয়ে নজরদারি করে যথাযথ ব্যবস্থা নেয়।'
কৃষি অনুষদের শিক্ষার্থী মো. সানোয়ার হোসেন বলেন, 'ক্যাম্পাসে আমরা দেড় মাস ধরে আন্দোলন করে রাজনীতি নিষিদ্ধ করেছি। তবুও ছাত্রদল কমিটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছে।'
নতুন আহ্বায়ক মো. সানাউল হোসেন সনি বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবো না। তবে বাইরে কার্যক্রম চালিয়ে যাব। গত রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু জুনিয়র শিক্ষার্থী বিক্ষোভ করেছে যা বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে নিষিদ্ধ। আমরা প্রশাসনকে জানিয়েছি।'
সিকৃবি প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহামেদ বলেন, 'ক্যাম্পাসে সকল ধরনের প্রকাশ্য ও গোপন রাজনীতি নিষিদ্ধ। ছাত্রদলের কেন্দ্র থেকে কমিটি দেয়া হয়েছে শুনেছি তবে প্রশাসন এখনও অবগত নয়। আমরা প্রশাসনিক মিটিংয়ে বিষয়টি আলোচনা করেছি। যদি কেউ ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালায় আমরা ব্যবস্থা নেব।'