https://www.emjanews.com/

10381

entertainment

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ২২:৩৩

বিনোদন

যার জন্য দেবদাস থেকে বাদ পড়েছিলেন সালমান খান

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ২২:৩৩

ছবি: সংগৃহীত।

বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাইর প্রেমকাহিনী সিনেমার গল্পকেও হার মানিয়েছে। কথিত আছে, ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের কারণে এখনও সালমান একক জীবনযাপন করছেন এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিয়ে করবেন না।

ঐশ্বরিয়া প্রায় দেড় দশক আগে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে সালমান এখনও অবিবাহিত। এই জুটির প্রেমকাহিনি আজও জনমানসে চর্চিত। সম্প্রতি বলিউডের সংগীত পরিচালক ইসমাইল দরবার আবারও তাদের সম্পর্কের প্রসঙ্গ এনেছেন।

ইসমাইল জানান, সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমায় প্রথম পছন্দ ছিলেন শাহরুখ নয়, বরং সালমান। কিন্তু ঐশ্বরিয়াকে পার্বতী চরিত্রে কাস্ট করার কারণে বনশালিকে সালমানকে বাদ দিতে হয়। এর ফলে সালমান ও বনশালির মধ্যে বিরোধ তৈরি হয়, যা পরবর্তীতে দীর্ঘসময় বজায় থাকে।

ইসমাইল বলেন, “তাদের ঝগড়ার খবর তখন নিয়মিত শিরোনাম হতো। সম্পর্ক এতটাই ঘনিষ্ট ছিল যে নিজেদের মধ্যে লড়াই করা উচিত ছিল না। তবে এখন এসব বিষয় পুরোনো হয়ে গেছে। সালমান বুদ্ধিমান, তাই তিনি কখনো এসব নিয়ে কথা বলেন না।”

এছাড়া ইসমাইল জানান, সালমান ও শাহরুখের বিরোধও দীর্ঘদিন পর মিটেছে। বর্তমানে সালমান শাহরুখের সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিয়েছেন, আর শাহরুখও সালমানের সিনেমায় হাজির হয়েছেন।

এই সাক্ষাৎকারে আবারও উঠে এসেছে, কীভাবে ঐশ্বরিয়ার কারণে ‘দেবদাস’-এর কাস্টিংয়ে পরিবর্তন হয়েছিল এবং তার প্রভাব সালমান ও বনশালির সম্পর্কেও পড়েছিল।