এক চা–শ্রমিক পরিবারের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নিশি’ পেল ইএমএ স্টুডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ১২:১৪
                                                            ছবি: সংগৃহীত।
৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইএমএ) অ্যাওয়ার্ডসে ‘ইএমএ স্টুডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
মানবিক গল্পে সামাজিক বাস্তবতা
‘নিশি’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে পানির সংকটে বিপর্যস্ত এক চা-শ্রমিক পরিবারের জীবন। গল্পে দেখা যায়, পানির অভাবে এক চা–শ্রমিকের মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এক ব্যবসায়ী বাড়িতে একটি টিউবওয়েল দেওয়ার শর্তে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। এই সামাজিক বাস্তবতার মধ্যেই ফুটে ওঠে দারিদ্র্য, লিঙ্গবৈষম্য ও টিকে থাকার সংগ্রামের চিত্র।
চা-বাগানে শুটিং, আন্তর্জাতিক মানের নির্মাণ
সিলেটের একটি চা-বাগানে ছবিটির পুরো শুটিং সম্পন্ন হয়। এতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী। ছবিটির চিত্রগ্রহণ করেছেন পোল্যান্ডের লজড ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। একই স্কুলে সম্পন্ন হয়েছে ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন।
নির্মাতাদের অভিজ্ঞতা ও পরিকল্পনা
নির্মাতা গোলাম রাব্বানী জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশেও ‘নিশি’র প্রদর্শনী আয়োজন করা হবে। এর আগে তাঁর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ চলচ্চিত্র দুটি আন্তর্জাতিক উৎসবে একাধিক পুরস্কার জিতেছে। অন্য পরিচালক জহিরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক সহযোগিতা
‘নিশি’ প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (IAFM)। নির্মাণে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা অফিস।
এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতারা আবারও প্রমাণ করলেন, সৃজনশীল গল্প ও সামাজিক বার্তা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জায়গা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব।
                        
                        