হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিকে আমৃত্যু, ১৩ জনকে যাবজ্জীবন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ২২:৫২
ছবি: সংগৃহীত।
হবিগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা মহিবুর রহমান চৌধুরী (৩৮) হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ রায় ঘোষণা করেন।
মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরী (৫৭) কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকার বাসিন্দা।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে রয়েছেন শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আবদুল মুকিত, আলমগীর মিয়া, শামছুল হুদা, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া।
তারা সকলেই বানিয়াচং উপজেলার বাসিন্দা। উল্লেখযোগ্য, দণ্ডপ্রাপ্ত শফিকুল আলম ও শহিদুল আলম নিহতের চাচাতো ভাই।
মামলার বিবরণ অনুযায়ী, মহিবুর রহমান চৌধুরী পরিবার নিয়ে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় বসবাস করতেন। তিনি জামায়াতের হবিগঞ্জ পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। গ্রামের একটি জলাশয় নিয়ে তার চাচাতো ভাই শফিকুল আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
২০১৩ সালের ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকার বড় পুকুরপাড়ে মহিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পরের দিন নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় ঘোষণা করেছে।
মামলায় জুয়েল মিয়া ও বুলবুল মিয়া খালাস পান। এছাড়া আসামি আকবর হোসেন, শাহজাহান ও আবদুল কাইয়ুম মারা যাওয়ায় মামলায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তবে নিহতের ছোট ভাই মাহফুজ চৌধুরী রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।
