শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10936

law-justice

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৫ ১১:১৬

আইন আদালত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিলে পঞ্চম দিনের শুনানি চলছে

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ওপর সর্বোচ্চ আদালতে পঞ্চম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। এদিন বিএনপির পক্ষের আইনজীবীরা শুনানি উপস্থাপন করছেন।

এর আগে, চতুর্থ দিনের শুনানিতে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য ও কার্যকর ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবের কারণেই এটি বাতিল হয়।

তৃতীয় দিনের শুনানিতে শিশির মনির আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।