গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২১:১২
ছবি: সংগৃহীত।
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার হেতিমগঞ্জ ও গোলাপগঞ্জ বাজারে পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন।
অভিযানে র্যাব-৯ এর একটি দল সহযোগিতা করে।
জানা যায়, ডাক্তার না হয়ে ডাক্তার পদবী ব্যবহার করার দায়ে হেতিমগঞ্জ বাজারে নির্মল কুমার বিশ্বাসকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় গোলাপগঞ্জ বাজারে মো.দেলোয়ার হোসেনকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ২টি মামলায় ১লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে।
