জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৯০০ বস্তা চাল জব্দ, ডিলার গ্রে’ফতার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:২৪
ছবি: সংগৃহীত।
সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ ও পাচারের অভিযোগে এক ডিলারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে মেসার্স এস.এ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ শত বস্তা চাল জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ডিলারকে দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আসকর মিয়ার পুত্র মো. সোহেল মিয়া, যিনি সোহেল ট্রেডার্সের নামে রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব চাল বিতরণের ডিলার ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বাজারে তল্লাশি চালানো হয়। এ সময় ডিলার উপস্থিত না থাকলেও চাল মজুদ করে রাখার প্রমাণ মেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে পাচারের চেষ্টা চলছে। অভিযান চালিয়ে ৯ শত বস্তা চাল জব্দ করি। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ডিলারকে পেয়ে তাকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।’
অভিযান শেষে জব্দ করা চাল স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
