শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

10796

law-justice

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৯

আপডেট

২৪ অক্টোবর ২০২৫ ১৮:৫০

আইন আদালত

সালমান শাহ হ/ত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষে/ধাজ্ঞা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৯

ছবি: সালমান শাহ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর তার মৃত্যুর মামলা নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে তদন্তকে ‘আত্মহত্যা নয়, হত্যা’ হিসেবে পুনর্গঠন করা হয়েছে।

গত সোমবার (২০ অক্টোবর) রমনা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ১১ জনকে আসামি করে তদন্তে নামে। ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, 'সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশব্যাপী অবস্থান শনাক্তের জন্য তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'

মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ সালমান হত্যার রাতের বর্ণনা দিয়েছেন। দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে দেওয়া তার জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ‘আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনার প্রকৃত রূপ আড়াল করে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ আরও অনেকে জড়িত ছিলেন।’

রেজভী আরও জানিয়েছেন, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার একটি হত্যার চুক্তির অংশ। হত্যার চুক্তিতে সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি, বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদও জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখন ‘হত্যা’ হিসেবে নতুন করে শুরু হয়েছে এবং দ্রুতই আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।