https://www.emjanews.com/

10824

law-justice

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৫ ১৮:৪০

আইন আদালত

বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:৪০

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৯১৭ জন প্রার্থী।

শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

আইনজীবী হিসেবে সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিল তিন ধাপে পরীক্ষা গ্রহণ করে- এমসিকিউ, লিখিত ও মৌখিক।

আইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর প্রার্থীদের ন্যূনতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ছয় মাস ইন্টিমেশন সম্পন্ন করার পর প্রার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন। এমসিকিউতে উত্তীর্ণরা লিখিত পরীক্ষায়, এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সব ধাপ উত্তীর্ণ হলে প্রার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের কাছ থেকে আইনজীবী হিসেবে সনদ পান। এরপর সংশ্লিষ্ট জেলা বার সমিতিতে যোগদানের মাধ্যমে তারা আইন পেশায় যুক্ত হতে পারেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন