https://www.emjanews.com/

11913

surplus

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮

অন্যান্য

স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮

ছবি: সংগৃহিত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় বয়সসীমা সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৩ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ-২ সংশোধন করে বয়স নির্ধারণের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬+ হওয়া বাধ্যতামূলক। তবে সংশোধিত নিয়মে বলা হয়েছে-

সর্বনিম্ন বয়স: সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৫ বছর (অর্থাৎ ১ জানুয়ারি ২০২১ বা তার আগে জন্ম)।

সর্বোচ্চ বয়স: ৩১ ডিসেম্বর তারিখে ৭ বছর (অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৮ বা তার পরে জন্ম)।

অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মতারিখ ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮–এর মধ্যে হতে হবে।

এ ছাড়া ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছর অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

মাউশির এই নতুন বয়সসীমা সংশোধন ও নির্দেশনা ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।