শিরোনাম
স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তিসহায়তা দেবে সরকার সিলেট মহানগর পুলিশের ছয় থানার ওসি রদবদল শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র এ বছরে এখন পর্যন্ত ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে বিপুল পরিমান মাদক সহ ৬ জন আটক জুবাইদা রহমান ঢাকা পৌঁছে সরাসরি এভারকেয়ারে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে ১০০ আসনে ছাড় দিচ্ছে জামায়াত বিএনপি চেয়ারপার্সন আজ লন্ডন যাচ্ছেন না যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি-পাকিস্তানি শিক্ষার্থীর ভর্তিতে নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ

https://www.emjanews.com/

11958

surplus

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯

অন্যান্য

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯

ছবি: সংগৃহিত

বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডি)- এর মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র। আগে ইএডির মেয়াদ ছিল ৫ বছর, এখন তা কমিয়ে ১৮ মাস করা হয়েছে। ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের প্রতি দেড় বছর অন্তর এই নথি নবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএসসিআইএস এ তথ্য নিশ্চিত করে।

নতুন নীতিমালা অনুযায়ী, শরণার্থী, আশ্রয়প্রার্থী, নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ ১৯ ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিষয়ক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পর দেশজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়।

একইসঙ্গে বৈধ অভিবাসন কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সবচেয়ে আলোচনাযোগ্য হলো এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি। গত সেপ্টেম্বরে এই ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়।

এরই মধ্যে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে। দেশগুলো হলো-আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।