https://www.emjanews.com/

12382

surplus

প্রকাশিত

২০ ডিসেম্বর ২০২৫ ২২:১৬

অন্যান্য

দেখা গেলো রজবের চাঁদ, জানা গেলো রোজার সম্ভাব্য তারিখ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ২২:১৬

ছবি: সংগৃহিত।

মধ্যপ্রাচ্যের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দুই মাস পরে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজানের শুরু চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যদি চাঁদ দেখা না যায়, পবিত্র মাসের শুরু একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে রজব মাসের চাঁদ দেখা গেছে কি না তা ঘোষণা করা হবে।

দেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহররম মাস মুসলিমদের কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। আরব সংস্কৃতিতে, স্থানীয়রা এই সময় যুদ্ধ, অন্যায় ও অপরাধ থেকে বিরত থেকে বিশ্রামে সময় কাটাতেন।

বিশেষভাবে, রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ প্রবর্তন করেন।