https://www.emjanews.com/

12459

law-justice

প্রকাশিত

২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪২

আইন আদালত

গুম মামলা: ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

বিচার শুরু ২১ জানুয়ারি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪২

ছবি: সংগৃহিত।

আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম রাখার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

আইনজীবীরা জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে ১৪ জন ভিকটিমের জন্য চারটি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর ট্রাইব্যুনাল এজলাসে আসামিদের কাছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে কি না তা জানতে চান। ১০ জন সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

আইনজীবীরা জানান, আসামিরা প্রত্যেকেই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়েছেন। মামলার বিচারকাজ আগামী ২১ জানুয়ারি ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্যগ্রহণের মাধ্যমে শুরু হবে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহম্মদ খায়রুল ইসলাম, যারা পলাতক।