সিলেট-১ (সদর ও মহানগর) আসনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের হাতে চূড়ান্ত প্রতীক তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মর্যাদাপূর্ণ এই আসনের নির্বাচনী প্রচারণা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন তার দলীয় প্রতীক ‘ধানের শীষ’। অন্যদিকে, ১০ দলীয় জোটের সমর্থনপুষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। দীর্ঘদিন পর ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীকের ফিরে আসা সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়া গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী আকমল হোসেন ‘ট্রাক’, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ‘হাতপাখা’, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মোহাম্মদ আনোয়ার হোসেন ‘কাস্তে’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল ‘মই’ প্রতীক পেয়েছেন।
অন্যান্যদের মধ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া ‘আপেল’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
