শিরোনাম
সাদা পাথরের প্রকৃত লুটে*রাদের আইনের আওতায় না এনে গরিব দিনমজুরদের হয়রানি করা হচ্ছে জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ: সিকৃবিতে ছাত্রদল কমিটি ঘোষণায় বিক্ষোভ ভোলাগঞ্জের পাথর খুঁজতে ছাতকেও অভিযান চেয়ারম্যান আলমগীর আলমকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পরিবারের সিলেটের ধুপাগুলের মহালদিক গ্রাম থেকে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ পাথর লুটে প্রভাবশালীদের নাম জানা, অথচ গ্রেফতার নেই পাচারের নতুন রুট ছাতক, কাটাগাঙ হয়ে যাচ্ছে লুটের পাথর সাদাপাথর লুট: ব্যর্থদের নিয়েই জেলা প্রশাসনের তদন্ত কমিটি! ভোলাগঞ্জের পাথর লুট মামলায় ৫ জন আটক

https://www.emjanews.com/

5138

sylhet

প্রকাশিত

০৮ মে ২০২৫ ১৪:৪২

সিলেট

তামাবিল সীমান্তবাসীর বাঁধার মুখে যৌথ জরিপ পন্ড

ফিরে গেলো বিএসএফ

প্রকাশ: ০৮ মে ২০২৫ ১৪:৪২

ফটো: ইএন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামবিল সীমান্তে বাংলাদেশী নাগরিকদের বাধার মুখে ভারত বাংলাদেশের যৌথ জরিপ স্থগিত করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় সকালে খাসি হাওরে বিএসএফ ও বিজিবি’র উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দিন ধার্য্য ছিলো। সকালে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে জরিপ কাজ শুরু করে ভারত বাংলাদেশের জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। এক পর্যায়ে নলজুরি খাসি হাওরের ১২৭৮-৭৯ নম্বর পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজ শুরু হয়। এতেই ক্ষিপ্ত হন স্থানীয়রা। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এগিয়ে আসে জনতা উত্তেজিত জনতাও এগিয়ে যান।পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি সদস্যরা বাংলাদেশী নাগরিকদের সরিয়ে নেয়।চলে আসেন বাংলাদেশী জরিপ দলও।বিএসএফ সদস্যরাও তাদের জরিপ দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের দাবী প্রায় শত বছর ধরে এই খেলার মাঠটি ব্যবহার করছেন তারা। কিছুদিন ধরে মাঠের কিছু অংশ ভারতের বলে দাবী করে আসছে। আজও তারা জরিপ করে ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারা করছিলো। এটা কোন ভাবে হতে দিবে না তারা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির অধিনে এই স্থানে ভারত  বাংলাদেশের যৌথ জরিপ করার কথা ছিলো আজ।নিরাপত্তার দায়িত্বে ছিলো বিজিবি সদস্যরা। কিন্তু স্থানীয় নাগরিকদের প্রতিবাদের মুখে উভয় দেশের জরিপ দলকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামবিল সীমান্তে বাংলাদেশী নাগরিকদের বাধার মুখে ভারত বাংলাদেশের যৌথ জরিপ স্থগিত করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় সকালে খাসি হাওরে বিএসএফ ও বিজিবি’র উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দিন ধার্য্য ছিলো। সকালে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে জরিপ কাজ শুরু করে ভারত বাংলাদেশের জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। এক পর্যায়ে নলজুরি খাসি হাওরের ১২৭৭-৭৮ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজ শুরু হয়। এতেই ক্ষিপ্ত হন স্থানীয়রা। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এগিয়ে আসে জনতা উত্তেজিত জনতাও এগিয়ে যান।পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি সদস্যরা বাংলাদেশী নাগরিকদের সরিয়ে নেয়।চলে আসেন বাংলাদেশী জরিপ দলও।বিএসএফ সদস্যরাও তাদের জরিপ দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের দাবী প্রায় শত বছর ধরে এই খেলার মাঠটি ব্যবহার করছেন তারা। কিছুদিন ধরে মাঠের কিছু অংশ ভারতের বলে দাবী করে আসছে। আজও তারা জরিপ করে ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারা করছিলো। এটা কোন ভাবে হতে দিবে না তারা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির অধিনে এই স্থানে ভারত  বাংলাদেশের যৌথ জরিপ করার কথা ছিলো আজ।নিরাপত্তার দায়িত্বে ছিলো বিজিবি সদস্যরা। কিন্তু স্থানীয় নাগরিকদের প্রতিবাদের মুখে উভয় দেশের জরিপ দলকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।