শিরোনাম
বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেট-১ মুক্তাদির, সিলেট-২ লুনা, সিলেট-৩ মালিক এবং সিলেট-৬ আসনে এমরান বিএনপি’র মনোনয়ন পেলেন সিলেটে আ'লীগ নেতা হত্যাকান্ড: ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ: পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ ধলাই ব্রিজের নীচ থেকে বালু লুটের সময় ৯১ টি নৌকা আটক

https://www.emjanews.com/

6408

sylhet

প্রকাশিত

১৯ জুন ২০২৫ ২৩:২৭

সিলেট

রায়পুরার হত্যা মামলায় গোলাপগঞ্জের কাওছার গ্রেপ্তার

প্রকাশ: ১৯ জুন ২০২৫ ২৩:২৭

ছবি- সংগ্রহ

নরসিংদীর রায়পুরা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাওছার হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল সিলেট মহানগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর বিকেলে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আসামি কাওছার হোসেন গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী উত্তর টিকরবাড়ি গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরা থানার একটি হত্যা মামলায় কাওছারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর আদালত চলতি বছরের ৫ মার্চ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি রায়পুরা থানায় ২০১১ সালের আগস্ট মাসে দায়ের হয় (মামলা নম্বর: ১০(৮)১১; ধারা: ৩০২/৩৪)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ জুন) কাওছার হোসেনকে আদালতে সোপর্দ করা হবে।