জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা দিল সিলেট জেলা বিএনপি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ ২২:৩৬

ছবি: ইমজা নিউজ
বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, তাঁদের পরিবার-পরিজনের প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এমন একটি সরকার চাই, যা একটি অর্থবহ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অংশগ্রহণে গঠিত হবে, যে সরকার স্বপ্নের বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‘ত্যাগ ও রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি। গত ১৫ বছরে এই শাসকগোষ্ঠী প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করেছে। শুধু গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৩৬ দিনের মধ্যে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের পুনর্বাসন, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন,‘শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) বিকাল ৩ টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম. এ. মালিক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নির্বাচন নিয়ে যত বেশি অনৈক্য তৈরি হবে, আওয়ামী লীগের ততই রাজনৈতিক সুবিধা হবে।
অনুষ্ঠানের শুরুতে জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ কামাল উদ্দিন কোরআন তেলাওয়াত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন।