শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7317

sylhet

প্রকাশিত

১৬ জুলাই ২০২৫ ১১:২২

সিলেট

শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১১:২২

ছবি: সংগৃহিত।

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রধান প্রকৌশলী মো. জহিরুল হকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা এবং রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা। চলতি অর্থবছরে মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৫৫ লাখ ৯৩ হাজার ৩৪ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৮ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৭৩৯ টাকা।
বাজেটে বিভিন্ন খাতে ব্যয়ের বিবরণ নিম্নরূপ:
সংস্থাপন ব্যয়: ৮ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা, শিক্ষা খাতে বরাদ্দ: ২০ লাখ টাকা, স্বাস্থ্য ও স্যানিটেশন: ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ: ২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা, নালা-নর্দমা পরিষ্কার ও ডেঙ্গু-করোনা প্রতিরোধ: ১ কোটি ৯৭ লাখ টাকা, সড়কবাতি উন্নয়ন: ১০ লাখ টাকা, জরুরি ত্রাণ খাত: ২০ লাখ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ: ৫ লাখ টাকা, জাতীয় দিবস উদযাপন ও অন্যান্য খাত: ১৫ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি: ৫ লাখ ৫০ হাজার টাকা, পারস্পরিক শিখন ও প্রশিক্ষণ: ৫ লাখ টাকা, হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ: ৭ লাখ টাকা, যানজট নিরসন ও ব্যবস্থাপনা: ১৪ লাখ টাকা, নারী উন্নয়ন খাত: ৩ লাখ ৫০ হাজার টাকা

পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে পৌরবাসীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা জোরদার করা এবং একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলা।  জনসাধারণের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে জানিয়ে  বাজেট বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।