
ছবি: সংগৃহিত।
‘নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি- কাঙ্খিত বাংলাদেশের জন্য যুদ্ধ চলমান থাকবে জুলাই যুদ্ধাদের। চাঁদাবাজ দখলবাজদের রাজনীতি ঘিরে আসছে দেশে। আমরা এগুলোকে কখনো প্রশ্রয় দেবো না।'
বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জ পদযাত্রাশেষে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম একথা বলেছেন।
তিনি বলেন, ‘আমরা যে কোন হত্যার প্রতিবাদ করি- বিচার বর্হিভুর্ত হত্য কখনোই কাম্য নয়। নতুন বাংলাদেশে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নতুন কর্মসংস্থানের জন্য কাজ করবে এনসিপি।'
তিনি আরও বলেন, 'এনসিপি শুধু রাজনৈতিক দল নয়- বরং দেশের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করাই প্রধান কাজ।'
বৃহস্পতিবার বিকেল ৩টায় মাধবপুর থেকে শুরু হওয়া পদযাত্রা একে একে সাহেববাড়ী গেট, রতনপুর, অলিপুর, নছরতপুর রেলগেট, নিজামপুর বাজার, চৌরাস্তা, গোলচত্বর, হবিগঞ্জ বাইপাস রোড, বিজিবি ক্যাম্প, ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট, পোদ্দার বাড়ি, পৌর বাস টার্মিনাল, মোতালিব চত্বর, বেবিস্ট্যান্ড পয়েন্ট ও থানা রোড অতিক্রম করে সার্কিট হাউসে পৌঁছায়।
সার্কিট হাউসে বিরতির পর পদযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এবং পুরাতন হাসপাতাল সড়কে একাধিক পথসভায় রূপ নেয়। এরপর আবার পদযাত্রা শুরু হয়ে স্টাফ কোয়ার্টার, তিনকোণা পুকুরপাড়, চৌধুরী বাজার, খোয়াই মুখ এলাকায় গিয়ে নূরুল হেরা জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংগঠক নাহিদ উদ্দিন তারেক।
সিলেটে পদযাত্রা শুক্রবার
এদিকে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছাবেন। এরপর নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার এলাকা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হবে।
এনসিপি নেতৃবৃন্দ আশা করছেন, এই পদযাত্রা নতুন বাংলাদেশ গঠনে জনগণকে আরো বেশি সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।