দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ২১:১০

ছবি: ইমজা নিউজ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক এলাকায় ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল’ আয়োজন করা হলেও, এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। কর্মসূচি নিয়ে গত দুই দিন সিলেটে ছিল ব্যাপক আলোচনা।
অনুপস্থিত ছিলেন সিলেটের দায়িত্বপ্রাপ্ত সকল কেন্দ্রীয় নেতাও। জেলা ও মহানগর বিএনপির নেতারা এই অনুপস্থিতির ব্যাখ্যায় ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, 'আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন না হলে, বিএনপি তার বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করবে।'
প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল বলেন, 'একটি শিশুতোষ ও স্বাধীনতাবিরোধী দল পিআর পদ্ধতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।'
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, 'বর্তমানে নির্বাচন হলে বিএনপি ২৮০টি আসনে জয়ী হবে। তাই সরকার জরুরি অবস্থা জারি করে নির্বাচন বানচালের ফাঁদ পাতছে। তবে বিএনপি এই ফাঁদে পা দেবে না।'
সভাপতির বক্তব্যে এম এ মালিক বলেন, "আমি ১৯ বছর ধরে দেশে প্রবেশ করতে পারিনি, মায়ের মৃত্যুর সময়ও আসতে পারিনি। অথচ যারা দেশে থেকে সব সুবিধা নিয়েছেন, এখন তারাই বড় নেতা সেজেছেন। তারা আসলে ‘ম্যানেজ পার্টি’।”
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক এলাকায় এ অনুষ্ঠান হলেও, এতে সিলেট জেলা ও মহানগরের কোনো শীর্ষ নেতা উপস্থিত থাকতে দেখা যায় নি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ২৩ জুলাই সিলেট বিভাগের বিএনপি নেতাদের মতবিনিময় সভা থাকায় তিনি এই দিনের বিকেলের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এদিকে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিএনপির ব্যানারে যে-ই কর্মসূচির আয়োজন করুক, তা বিএনপিরই কর্মসূচি। তিনি ঢাকায় অবস্থান করায় উপস্থিত হতে পারেননি।
তিনি আরও জানান, সিলেট বিভাগের কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজারে বিএনপির আরেকটি কর্মসূচিতে থাকায় তারাও উপস্থিত হতে পারেননি।
বিএনপির মাঠ পর্যায়ের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি সিলেট জেলা ও মহানগর বিএনপিতে প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ এবং এম এ মালিকের ব্যক্তিগত আয়োজন হওয়ায় জেলা ও মহানগর বিএনপির নেতারা বিব্রতবোধ থেকেই নীরবে অনুপস্থিত ছিলেন।