শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7682

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১৩:৪০

আপডেট

২৬ জুলাই ২০২৫ ১৫:০৮

সিলেট

ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম

সংবিধান, পুলিশ হত্যা ও তরুণদের আশাভঙ্গ নিয়ে সরব নেতারা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১৩:৪০

ছবি: সংগৃহিত।

জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ২৬তম  আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের বেরিরপাড় পয়েন্টে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সংবিধান সংকট, পুলিশ হত্যা ও তরুণদের আশাভঙ্গের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতারা।

জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে নানা শক্তি মাঠে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।’

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।’

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’ তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।’

এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়।

এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।