শিরোনাম
লুটপাটে হুমকির মুখে ধলাই সেতু, রক্ষার দাবিতে মানববন্ধন নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে জালিয়াতির অভিযোগ বিএনপির ব্যর্থ অন্তর্বর্তী সরকার তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে: মৌলভীবাজারে নাহিদ ইসলাম সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে

https://www.emjanews.com/

7677

sylhet

প্রকাশিত

২৬ জুলাই ২০২৫ ১১:০২

আপডেট

২৬ জুলাই ২০২৫ ১৫:০৭

সিলেট

সুনামগেঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবক খু*ন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ১১:০২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফ নগর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, একই গ্রামের বাসিন্দা মনির মিয়া (৫০), যিনি মৃত জুনাব আলীর ছেলে, নিয়মিত বিভিন্ন ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতেন। এসব ভিডিওতে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এমন অভিযোগ তুলে রুবেল মিয়া তাকে ভিডিও প্রকাশ না করার অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

শুক্রবার সকাল ১০টার দিকে সেই বিরোধ মারাত্মক রূপ নেয়। রুবেল মিয়া ও মনির মিয়ার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে রুবেল এবং তার ভাই সুলতান মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত সুলতানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, টিকটক বা ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রামে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মনির মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।