
ছবি: সংগৃহিত।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশ থেকে ওসমান মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
পুলিশ জানায়-শুক্রবার সকালে বিজিবি’র সদস্যরা লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে লাশের পকেটে জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য কাগজ দেখে তার নাম ও ঠিকানা সনাক্ত করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান, কেন বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।