
ছবি: সংগৃহিত।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী সঞ্জবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ।
তিনি জানান, 'সীমান্ত থেকে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ধরে নেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।'
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার হরিপুর গ্রামের তিন যুবক- সাইদুর রহমান (২৬), সোহাগ মিয়া (২৮) ও সিপার মিয়া (২২)-কে ধরে নিয়ে গেছে বিএসএফ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, 'সীমান্ত এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
এদিকে, বিকাল ৩টার দিকে বিজিবি জানায়, ভুক্তভোগীদের স্বজনরা যদি থানায় মিসিং জিডি (সাধারণ ডায়েরি) করেন, তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।