শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7517

sylhet

প্রকাশিত

২১ জুলাই ২০২৫ ১৪:০৪

আপডেট

২১ জুলাই ২০২৫ ১৯:০২

সিলেট

কুলাউড়া

বক্তব্যে ‘জয় বাংলা’ বলে আলোচনায় কৃষক দল নেতা

ইমরান মালিক বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটা বাঙালি জাতির স্লোগান।

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ১৪:০৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে কৃষক দল আয়োজিত  বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হোক’বলে বক্তব্য শেষ করেন কৃষক দল নেতা ইমরান মালিক । 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

 রোববার (২০ জুলাই) দুপুরে জয়চণ্ডী ইউনিয়নের হজরত বিবি মাই (রহ.) মাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কৃষক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কৃষক দলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।

১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক বক্তব্যে বলেন, ‘আমি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একজন মানুষ। ছোটবেলা থেকেই তাঁকে ভালোবাসি, বিএনপি দলকে ভালোবাসি। কৃষক দলকে অন্তরে ধারণ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সঙ্গে থাকতে পারি। দোয়া করবেন যেন জিয়াউর রহমানের আদর্শে আরও বেশি গাছ রোপণ করতে পারি। ...জয় বাংলা, জিয়াউর রহমানের জয় হোক।’

এই বক্তব্যের পরপরই তিনি মাইক্রোফোন আরেকজনের হাতে তুলে দেন।

এ বিষয়ে  ইমরান মালিক বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটা বাঙালি জাতির স্লোগান। আমি শুধু ‘জয় বাংলা’ বলিনি, সাথে ‘জিয়াউর রহমানের জয় হোক’ বলেছি।’
বক্তব্যের এই অংশ নিয়ে এলাকায় এবং সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।

কেউ একে নেতিবাচকভাবে দেখলেও, কেউ বলছেন এটি ছিল একজন স্থানীয় নেতার আবেগের বহিঃপ্রকাশ।