শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

7555

art-literature

প্রকাশিত

২২ জুলাই ২০২৫ ১৯:৩৫

শিল্প সাহিত্য

সিলেটে সাইক্লোনের শ্রাবণ সন্ধ্যায় কবিতাপাঠ

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ১৯:৩৫

ছবি: সংগৃহিত।

বর্ষা নিয়ে লেখা কবিতায় একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠে, তেমনি অন্যদিকে মানুষের আবেগ, অনুভূতি ও জীবনের প্রতিচ্ছবিও প্রকাশ হয়। বর্ষা আমাদের হাসায় আবার কাঁদায়। এই দুটি মিশ্রণে বর্ষা ঋতু। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটা ঋতুকে যেভাবে তার সাহিত্যে তুলে ধরেছেন, আমরাও সেইভাবে প্রতিটি ঋতুকে আমাদের লেখায় তুলে ধরতে পারি। কবিদের জন্য সবসময়ই বিশেষ অনুপ্রেরণার উৎস হলো বর্ষা। বর্ষার রূপ, রস এবং এর প্রভাব বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের আয়োজনে সোমবার (২১ জুলাই) ‘শ্রাবণ সন্ধ্যায় কবিতাপাঠ’র আসরে প্রধান অতিথির বক্তব্যে কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর এসব কথা বলেন।

নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের ৩১৬ তম কবিতাপাঠের আসরে সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার-সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য দেন যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াতশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবিতা পাঠের আসরের সুচনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন গীতিকবি ওমর ফারুক।

সাইক্লোনের সাধারণ সম্পাদক কবি প্রভাষক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাইক্লোন সভাপতি ভ্রমণ কাহিনি লেখক মোয়াজ আফসার।

আসরে কবিতা পাঠ করেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি বেলাল আহমদ চৌধুরী, কবি মুহিত চৌধুরী, কবি মোঃ আব্দুল হক, কবি আখলাকুল আসপিয়া, কবি লুৎফুর রহমান তোফায়েল, কবি ছয়ফুল আলম পারুল, সংগঠক রিপন মিয়া, গীতিকবি বাহাউদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি আমিনা শহীদ মান্না,  সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, কবি রোকসানা বেগম, ছড়াকার আব্দুস সামাদ, ছড়াকার হোসাইন  হামিদ।

অনুষ্ঠানে কবি আহমেদ সৈয়দ শাহনুরকে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।