সাইক্লোনের কবিতাসন্ধ্যা ও ‘মাধবীলতার সংসার’ কাব্যের মোড়ক উন্মোচন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ২০:০৬
                                                            ছবি: সংগৃহীত।
কবি, বাচিকশিল্পী ও কলামলেখক সালেহ আহমদ খসরু’র কবিতাসন্ধ্যা এবং নতুন কাব্যগ্রন্থ ‘মাধবীলতার সংসার’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, সালেহ আহমদ খসরু একজন আলোকিত ও বহুমুখী ব্যক্তিত্ব। তিনি রাজপথের কর্মী থেকে সাহিত্যের আলোকে আলিঙ্গন করেছেন এবং সমাজকে আলোকিত করার দিকপাল হিসেবে কাজ করে চলেছেন।
গতকাল, বুধবার (১ অক্টোবর), শাহী ঈদগাহ টিবি গেইটস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে অনুষ্ঠানের আয়োজন করে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ। এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সাধারণ সম্পাদক সেলিম আউয়াল সহ অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। শুরুতে কোরআনের তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাছিত। স্বাগত বক্তব্য দেন সংসদের সভাপতি মোয়াজ আফসার, মূল প্রবন্ধ পাঠ করেন কবি মুহিত চৌধুরী। এছাড়া কবি, গবেষক, সাংবাদিক ও শিল্পীদের বক্তব্য ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সালেহ আহমদ খসরুর ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র এবং নতুন কবিতাগ্রন্থ ‘মাধবীলতার সংসার’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানমঞ্চে শিল্পী অয়ন দে সালেহ আহমদ খসরুর একটি গান পরিবেশন করেন, যার সুর দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
প্রো-ভিসি ড. সাজেদুল করিম বলেন, সালেহ আহমদ খসরু মাটি ও মানুষের অভিভাবক। রাজনীতিবিদ থেকে তিনি একজন কবি, গীতিকার ও কলামলেখক হিসেবেও উজ্জ্বল।
ভিসি ড. মোহাম্মদ ইকবাল বলেন, সালেহ ভাই বহুমুখী প্রতিভার অধিকারী। তার কাছ থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারে।
প্রফেসর ড. মোজাম্মেল হক ও অধ্যক্ষ কবি কালাম আজাদ সালেহ আহমদ খসরুকে জাতীয়তাবাদী, বাগ্মী ও কবিতাপ্রেমী হিসেবে সংজ্ঞায়িত করেন।
সিলেটের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
                        
                        