শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

7574

national

প্রকাশিত

২৩ জুলাই ২০২৫ ১১:১৩

জাতীয়

শোকের মুহূর্তে সংহতির আহ্বান তারেক রহমানের

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ ১১:১৩

ছবি: সংগৃহিত।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে জাতিকে সংহতি ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।’

বিবৃতিতে তিনি গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘জাতির এই শোকের সময়ে সবাইকে শান্ত ও সংহত থাকতে হবে, বিভেদমূলক সংঘাত বা উচ্ছৃঙ্খলতা বন্ধে আমাদের সহনশীলতা ও আত্মসংযমের ভিত্তিতে একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তুলতে হবে।’

তারেক রহমান জানান, নিষিদ্ধঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যের মাধ্যমে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উসকে দেওয়ার খবর উদ্বেগজনক। তিনি এ ধরনের গোষ্ঠীগুলোকে এই শোকের মুহূর্তে রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপচেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘এ সময় আমাদের মনোযোগ দেওয়া উচিত সহানুভূতি, মানবতা ও একতা প্রদর্শনের দিকে। আমাদের শক্তি ব্যয় হওয়া উচিত নিখোঁজদের খোঁজে, হতাহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কাজে।’

তারেক রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।